বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনের দালাল বাজারে স্ত্রীর অত্যাচারে দুই বছর পর্যন্ত স্বামী ঘর ছাড়া
বোরহানউদ্দিনের দালাল বাজারে স্ত্রীর অত্যাচারে দুই বছর পর্যন্ত স্বামী ঘর ছাড়া
লালমোহন বিডিনিউজ ডেস্ক : ভোলার জেলার দালাল বাজারে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে স্বামী দুই বছর পযর্ন্ত ঘর ছেরে অন্য যায়গায় বসবাস করার অভিযোগ রয়েছে। জানাযায় জেলার বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকার ৩ সন্তানের জনক ওমর ফারুক স্ত্রী সুলতানা বেগমের পরকীয়া সহ বিভিন্ন অপকর্ম সহিতে না পেরে গত ২ বছর পযর্ন্ত নিজ এলাকায় প্রবেশ করতে পারছেনা। গতকাল ওমর ফারুক তার সন্তানদের ভবিৎষ্যতের কথা চিন্তা করে সাংবাদিকদের কাছে তার বিভিন্ন অপকর্মের অভিযোগ করেন। ওমর ফারুক বলেন, তার স্ত্রী সুলতানা বেগম স্থানীয় চকডোস এলাকার জসিম উদ্দিনের ছেলে শাওন,বশির পাটওয়ারীর ছেলে রায়হান, রুবেল,ফকির হাটের মাদক স¤্রাট ছালাউদ্দিন,জলদস্যু ছলেমানের ছেলে সেলিম,মোফাজ্জলের ছেলে মানিক, মাহফুজুর রহমানের ছেলে মাসুম কে নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করছে। তারা সচারচর আমার বাসায় থেকে অস্ল্রীল কর্মকান্ড সহ বিভিন্ন মাদক ব্যাবসা করে থাকে। আমি এতে বাধা দিলে আমার স্ত্রী সহ এসকল লোক জন আমার উপর হামলা করে যার কারনে আমি বাসায় থাকতে পারিনা। বর্তমানে আমার দুই ছেলে বায়েজিদ ষষ্ঠ শ্রেনী,কালিমুল্যাহ ৫ম শ্রেনী, মেয়ে ফাতেমা বেগম উর্মি ২য় শেনী পড়–য়া হলেও তাদের কোন প্রকার খোজঁ খবর নিতে পারছিনা। স্ত্রীর এসকল কুকর্ম বন্ধ করার জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাগর মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালেও তারা তার কুকর্ম প্রতিরোধ করতে পারেনি। তিনি আরো বলেন, আমার স্ত্রীকে এসকল কুকর্মে সহযোগিতা করছে সিহাব, মাসুদ,ও রফিক।