শনিবার, ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বরিশালের ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার।। লালমোহন বিডিনিউজ
বরিশালের ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : বরিশাল নগরীর ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শন করেন তিনি। সেখানে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। এ সময় পাঠাগার ঘুরে দেখেন রীভা গাঙ্গুলী দাস।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেন রীভা গাঙ্গুলী। এছাড়া গির্জার ফাদার এবং সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশনার। সন্ধ্যায় তিনি বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং তিনি পূজায় অংশ নেন।