বুধবার, ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে -সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে -সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুর”ন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে, দেশ আজ উন্নয়নের মহাসড়কে পদার্পন করেছে। আমরা তাঁর আদর্শকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সকলের কাছে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে সফল করবো।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও আওয়ামীলীগের জাতীয় সন্মেলন সফল করার লক্ষে তৃণমূলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ শাওন বলেন, বঙ্গবন্ধুর কথায় ১৯৭১সালে যারা জীবন বাজি রেখে দেশকে হানাদার মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে আমরা সেই সকল শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের খোঁজ নেব। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনী সংরক্ষণ করবো।
সাংসদ শাওন আরও বলেন, বিএনপি জামাতের জন্ম হয়েছে দেশের সম্পদ লুট করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। তাদের জন্মই হয়েছে দেশকে ধ্বংস করার জন্য।
ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাকসুদুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে তৃণমূল কর্মীসভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিদার”ল ইসলাম অর”ণ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার”ল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখর”ল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়াতুল ইসলাম মিন্টু, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।