সোমবার, ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর। বাংলাদেশে কলেরা, বসন্ত, পোলিও রোগে জনগণকে চিকিৎসা সেবা দিয়ে মৃত্যুহার কমিয়ে আনা ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য জাতিসংঘ ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
সাংসদ শাওন বলেন, এ উপজেলায় ডাক্তার সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। তারই পরিপেক্ষিতে এ মাসের মধ্যে লালমোহন হাসপাতালে আরো ১০ জন নতুন ডাক্তার আসছেন।
তিনি বলেন, পূর্বে লালমোহন হাসপাতালটি ৩১ শয্যা ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে আমরা তা ৫০ শয্যায় রুপান্তরে সক্ষম হয়েছি। উপজেলার ৩৭ টি কমিউনিটি ক্লিনিকের ভিতর ৩৪ টি ক্লিনিক চালু আছে। এ সমস্ত ক্লিনিকে ৩১ আইটেমের ঔষধ ফ্রি দিয়ে স্বাস্থ্য সেবা দিচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, হাসপাতালের টি,এস, ডাঃ মিজানুর রহমান প্রমুখ ।