বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত।। লালমোহন বিডিনিউজ
দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন (২৮) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান বাজারের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রতনের ওই এলাকায় পল্লী বিদ্যুতের শ্রমিক হিসাবে কাজ করছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান নিশ্চিত করে বলেন, সকালে ওই এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রতন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।