বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ফেনসিডিলসহ নারী আটক।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ফেনসিডিলসহ নারী আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ৪৬ বোতল ফেনসিডিলসহ হাসিনা ইয়াসমিন (৩৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বৃস্পতিবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসিনা ইয়াসমিন নোয়াখালী জেলার বাসিন্দা।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেনে বলেন, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ আরমান হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াসমিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৬ পিস ফেনসিডিল ও নগদ ৩ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন উদ্ধার করেন পুলিশ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।