মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের তালিকা হচ্ছে।। লালমোহন বিডিনিউজ
আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের তালিকা হচ্ছে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ।
২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের পূর্বে এটি করা হলেও তা আবারো যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হচ্ছে। দলের নেতারা বলছেন, যারা অনুপ্রবেশের জন্য দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হতে পারে। এছাড়া মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের ব্যাপারেও নেয়া হচ্ছে খোঁজ খবর।
সাম্প্রতিক সময়ে যুবলীগ ও কৃষকলীগ নেতার বিতর্কিত কর্মকাণ্ডে তোলপাড় শুরু হয় সারাদেশে। আলোচনা ওঠে, ক্ষমতাসীন দলে বিভিন্ন দল থেকে আসা অনুপ্রবেশকারী ব্যক্তিদের ‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়ার কাহিনী। দুর্দিনের নেতাকর্মীদের কোনঠাসা হয়ে থাকার বিষয়টি বারবারই আলোচনায় ছিল।
এমন অবস্থা আচঁ করতে পেরে জাতীয় নির্বাচনের আগেই কেন্দ্র থেকে তৃণমুলে চিঠি দিয়ে দলে যোগদান প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এছাড়া বিতর্কিতদের তালিকা তৈরির জন্য নেয়া হয় উদ্যোগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ‘আমরা সকল পর্যায়ে এই অনুপ্রবেশকারীদের চিহ্নত করছি, যাতে তারা দলে আর কোন আশ্রয়-প্রশ্রয় না পায় সে ব্যবস্থা নিচ্ছি। যাদের পাদ নেই কিন্তু সহযোগী সংগঠনের নাম ব্যবহার করছেন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়াটা আসলে অনেক কঠিন। তাই এক ধরণের চিরুনি অভিযান চালাতে হবে বলে মনে করি।’
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যে সকল বিষয় বিবেচনা করা হচ্ছে সেগুলো হলো:
১. বিএনপি-জামায়াত থেকে যোগদানকারী
২. চিহ্নিত স্বাধীনতাবিরোধী
৩. অপরাধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত
দলে এমন ব্যক্তিদের চিহ্নিত করতে কেন্দ্রীয় কমিটির ৪ সদস্যের একটি দল কাজ করছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘স্থানীয় নানা দ্বন্ধে এ অনুপ্রবেশ ঘটেছে।পরবর্তিতে যেখানে যেখানে কাউন্সিল হবে সেখানে যাতে এই সকল লোকজন দলে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা হবে।’
দলের নেতারা জানান আওয়ামী লীগের পাশপাশি সহযোগী সংগঠনগুলোতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে।