শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় গাঁজসহ আটক-২।। লালমোহন বিডিনিউজ
ভোলায় গাঁজসহ আটক-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার আলিনগর ও ধনিয়া ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিমের ছেলে মোঃ মমিন (১৪) ও ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্ৰামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর মোল্লার ছেলে মোঃ রুবেল হোসেন (২৬ )।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আলিনগ ও ধনিয়া ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ৫০ গ্ৰাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনির ও রুবেলকে আটক করা হয়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।