বুধবার, ২২ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে দূর্বৃত্তের ছুড়ির আঘাতে নিহত ১ ॥ আটক -৪
চরফ্যাসনে দূর্বৃত্তের ছুড়ির আঘাতে নিহত ১ ॥ আটক -৪
আসাদুল ইসলাম আসাদ,চরফ্যাসন : ভোলার চরফ্যাসন উপজেলার নীলকোমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মুন্সিহাট এলাকায় দূর্বৃত্তের ছুড়ির আঘাতে আব্দুল মান্নান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
গত ২১ জুলাই রাত আনুমানিক ৯ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মান্নান পরের দিন ২২ জুলাই চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে মুন্সিরহাট বাজার থেকে চাউল নিয়ে বাড়ির যাওয়ার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা একই এলাকার আবুল বাশারের ছেলে ফরিদ (২২)এবং তার সহযোগি ঢাকা থেকে আসা সুমন (জামালপুর), মোঃ শাহজাহান( নোয়াখালি), মোঃ হাবীব (ঢাকা) সহ মান্নান কে তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছুড়ি দিয়ে এলোপাতারী ভাবে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মান্নানের ডাক চিৎসারে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপার্দ করলেও মান্নান মৃত্যুর কোলে ঢুলে পরেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাইনুর বেগম বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২২ তারিখ: ২২-৭-১৫।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রফিকুল ইসলাম জানান,যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করা হয়েছে । এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে আটকৃতরা ঢাকায় আরো একটি হত্যা মামলার আসামী বলেও জানা গেছে।
নিহত আব্দুল মান্নান নীলকোমল ইউনিয়নের জেলে আহদ আলীর ছেলে । তার তিন বছরের একটি ছেলে রয়েছে।
জেলে আহমদ আলীর মত আর কোন পিতাকে যেন তার আদরের ছেলে কে হারাতে না হয় এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসি।