বুধবার, ২২ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪
চরফ্যাশনে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪
চরফ্যাশন সংবাদদাতা :ভোলার চরফ্যাশনের মুন্সীর হাটে মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় মন্নান (২২) নামের এক যুবকে কুপিয়ে হত্যা করেছে ভাড়াটিয়া খুনিরা। নিহত মন্নান উপজেলার চরনুরুল আমিন গ্রামের আলী আহম্মদের ছেলে।
থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় খুনের পরিকল্পনাকারী ফরিদ, ভাড়াটি খুনি হাবিব, শাহজাহান সম্্রাট, সমুনকে বুধবার ভোর ৫ টার সময় আটক করেছে। ভাড়াটিয়া খুনিদের বাড়ি বিক্রম পুর জেলায়। চরফ্যাশন থানার উপ- পুলিশ পরিদর্শক মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কি কারণে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি।