রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | সিলেট » সাদা পোশাকে গ্রেফতার: সিলেটে ৫৬ সাংবাদিকের জিডি।। লালমোহন বিডিনিউজ
সাদা পোশাকে গ্রেফতার: সিলেটে ৫৬ সাংবাদিকের জিডি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিলেট প্রতিনিধি : সিলেটে সাদা পোশাকে সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ইলেকট্রনিক মিডিয়ার ৫৬জন সাংবাদিক।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে সিলেটের কোতোয়ালি থানায় জিডির আবেদন জমা দেয়া হয়।
সংগঠনের নেতারা জানান, গত বৃহস্পতিবার এনটিভির ব্যুরো প্রধান মইনুল হক বুলবুলকে বেআইনিভাবে সাদা পোশাকে চোখ বেঁধে নিয়ে যায় কানাইঘাট থানা পুলিশ। দুই ঘণ্টা পর্যন্ত গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখেন তারা। এভাবে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে জিডি করেছেন ৫৬ সাংবাদিক।