রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কাজের সময় সামাজিক মাধ্যমে না থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের।। লালমোহন বিডিনিউজ
কাজের সময় সামাজিক মাধ্যমে না থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতি কঠোরভাবে পরিহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারে রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। তবে, অতিমাত্রায় ব্যবহারের ফলে এক ধরনের আসক্তি তৈরি হয়, যা ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
এই পরিপ্রেক্ষিতে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা-২০১৬’ প্রকাশ করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী ১১ দফা কাজ অবশ্যই বিচারকদের পরিহার করতে বলা হয়েছে। এছাড়া, ৭ দফা কাজ অনুসরণ করতে বলা হয়েছে।