রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এবার বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত,বাস ভাংচুর।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে এবার বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত,বাস ভাংচুর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মাত্র সপ্তাহখানেক আগে লালমোহন বাজার চৌরাস্তায় গুলজার নামের ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ শরিফ নামের এক স্কুল ছাত্রের নির্মম মৃত্যু হয়। তার রেশ না কাটতেই এবার দ্রুতগামী বাসের ধাক্কায় মোঃ নাহিদুজ্জামান বাপ্পি (৩০) নামের এক মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী মারিয়া ট্রাভেলস নামের বেপরোয়া গতির বাস একই দিক থেকে আসার একটি মোটরসাইকেল কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নাহিদুজ্জামান বাপ্পি গুরুত্বর আহত হয়। বাপ্পির বাড়ি লক্ষিপুরের দশমিনা উপজেলায়। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) গুলজার নামের ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে লালমোহন বাজার চৌরাস্তায় মো. শরীফ নামের অষ্টম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। ছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে প্রায় কয়েক ঘন্টা বাস অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ইউএনও’র আশ^াসে অবরোধ স্থগিত করে শিক্ষার্থীরা।