বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ডলার ছিনতাই পুলিশের এএসআইকে দুই বছরের কারাদণ্ড।। লালমোহন বিডিনিউজ
ডলার ছিনতাই পুলিশের এএসআইকে দুই বছরের কারাদণ্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানীর উত্তরায় ১৫ লাখ টাকার সমপরিমাণ ডলার ছিনতাইয়ের মামলায় পুলিশের এএসআইসহ দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার আদালত-৩ এর বিচারক দেবদাস চন্দ্র অধিকারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজধানীর উত্তরা পূর্ব থানার এএসআই আলমগীর হোসেন ও মাসুম বিল্লাহ।
মামলার এজাহারে বলা হয়, লতিফ ইম্পেরিয়াল মার্কেটের এইচএস মানি এক্সচেঞ্জের মালিক ইলিয়াস ২০১৭ সালের ৪এপ্রিল বেলা ৩টার দিকে উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে। তার কাছে থাকা ১৮ হাজার ৮০০ ইউএস ডলার ছিনিয়ে নেয়। ইলিয়াসের চিৎকারে আশপাশের লোকজন গাড়ি আটকে মাসুম বিল্লাহকে আটক করলেও চারজন পালিয়ে যায়।
পুলিশ মাসুমকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে এএসআই আলমগীর হোসেন, হাবিব ডলার, রাশেদ ও সুমনের জড়িত থাকার কথা নিশ্চিত হয়। পরে এএসআই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।