বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। এরইমধ্যে সারা দেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নার্সদের উচ্চ শিক্ষার সঙ্গে বাড়ানো হয়েছে বেতন কাঠামো। শিক্ষার প্রসারে বিভিন্ন পর্যায়ে বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের লক্ষ্য সব মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। এসময় চিকিৎসক ও নার্সদের মানবসেবায় দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।