বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা নির্বাচন আওয়ামীগের তুহিন ও বিএনপি’র শাহিন’র মনোনয়নপত্র জমা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভা নির্বাচন আওয়ামীগের তুহিন ও বিএনপি’র শাহিন’র মনোনয়নপত্র জমা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন ও জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সোহেল আজিজ শাহিন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উৎসবঘন পরিবেশের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লালমোহন উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন ও উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজীর হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমুখ।
এদিন দুপুর দেড়টায় ভোলা জেলা নির্বাচন অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী সোহেল আজিজ শাহিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, লালমোহন পৌর যুবদল সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ৯বছর পর গত ৩ সেপ্টেম্বর লালমোহন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। আগামী ১৪ অক্টোবর এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।