সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৯ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে (ট্রাইবেকার) হারিয়ে জয়লাভ করেছে কুকরি-মুকরি ইউনিয়ন একাদশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ উদ্বোধনী টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র শ্রি বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি-মুকরি চেয়ারম্যান ও চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন।
প্রসঙ্গত, এ খেলায় উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ফুটবল টিম অংশগ্রহণ করবে।