বুধবার, ২২ জুলাই ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারির ফল প্রকাশ
শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারির ফল প্রকাশ
সোহেল ঢাকা: দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এবার স্কুল, কলেজে গড় পাসের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। এরমধ্যে স্কুল পর্যায়ে পাসের হার ১৩ দশমিক ০৯ ও কলেজ পর্যায়ে ২০ দশমিক ৯৬ শতাংশ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ফল প্রকাশের কথা জানানো হয়। পরীক্ষার ফলাফল যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেবে।
নতুন নিয়ম অনুযায়ী, উত্তীর্ণরা বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এনটিআরসিএ গত ১২ জুন দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা নেয়। পরীক্ষায় মোট ৪ লাখ ৮০ হাজার ৬৭০ জন অংশ নেয়। এরমধ্যে স্কুল পর্যায়ে পরীক্ষার্থী ৩ লাখ ১৪ হাজার ৭৩৯ ও কলেজ পর্যায়ে এক লাখ ৬৫ হাজার ৯৩১ জন।
মোট উত্তীর্ণ হয়েছে ৭৫ হাজার ৯৮৯ জন। এরমধ্যে স্কুল পর্যায়ে ৪১ হাজার ২০৩ জন ও কলেজ পর্যায়ে ৩৪ হাজার ৭৮৬ জন উত্তীর্ণ হয়েছেন।
এবার থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। একসঙ্গে ২ পরীক্ষার পরিবর্তে এখন থেকে আলাদাভাবে প্রিলিমিনারিতে পাস করার পর লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। লিখিত পরীক্ষায় পাস করলেই পাওয়া যাবে সনদ।
আগে স্কুল এবং কলেজ পর্যায়ে দুটি পরীক্ষা একসাথে ৪ ঘণ্টা ধরে (এমসিকিউ পদ্ধতিতে আবশ্যিক বিষয়ের পরীক্ষা ১ ঘণ্টা এবং বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়-ভিত্তিক লিখিত পরীক্ষা ৩ ঘণ্টা) বিরতিহীনভাবে নেওয়া হতো।
দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে প্রথম ধাপে ১ ঘণ্টার ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীরা বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়-ভিত্তিক ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অংশ নেবেন।
বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ পেতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক। নিবন্ধন সনদের মেয়াদ আগে ৫ বছর থাকলেও ২০১৩ সালের ২০ জুন তা আজীবন করা হয়।