শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে অটো বোরাক চাপায় শিমুল (১২) নামের এক স্কুল ছাত নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিমুল বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড মাতবর বাড়ির মৃত সিরাজ মাতবরের ছেলে। সে স্থানীয় মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
নিহতের চাচা কবির মাতবর বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় একই বাড়ির রাকিবের নসিমনযোগে লালমোহনে ঘুরতে আসে শিমুল। পথিমধ্যে নসিমন ড্রাইভার রাকিব প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। ওই সময় শিমুল রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগামী অটো বোরাক তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা আহত শিমুল কে লালমোহন সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লালমোহন থানায় নিয়ে আসে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অটো বোরাক ড্রাইভারকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।