বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সমুদ্রের সুস্থ পরিবেশ সুরক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
সমুদ্রের সুস্থ পরিবেশ সুরক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধি অর্জন করতে গিয়ে সমুদ্রের সুস্থ পরিবেশ সুরক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসসহ যেকোনো অপরাধ কর্মকাণ্ডে সমুদ্রের ব্যবহার সম্পর্কে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে, সুনীল অর্থনীতি মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সমুদ্রের বিপুল বিস্তৃর্ণ জলরাশি, সম্পদের অপার সম্ভাবনার উৎস। একে কাজে লাগাতে ভারত মহাসাগর বলয়ের দেশগুলোর সুনীল অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলন সকালে রাজধানীর একটি হোটেল শুরু হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে সমুদ্রের অবদান ক্রমেই বাড়ছে। বৈশ্বিক বাণিজ্যের শতকরা ৯০ ভাগ ও তেল পরিবহণের শতকরা ৬০ ভাগ সাগর মহাসাগর দিয়ে হয়। বর্তমানে সমুদ্র বাণিজ্যের পরিমাণ ২০ ট্রিলিয়ন ডলার। ২০৫০ সাল নাগাদ ৯ বিলিয়ন মানুষের জীবন ধারণে সুনীল অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সমুদ্র রক্ষায় টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সমুদ্রসম্পদ রক্ষায় তার সরকারের নেয়া উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। সমুদ্রকে কেন্দ্র করে সংগঠিত অপরাধ সম্পর্কে সজাগ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এসময় বলেন, ‘সমুদ্রের জৈব সম্পদ সংরক্ষণে সরকার মৎস্য আহরণে সকল প্রকার ক্ষতিকারক পদ্ধতি ও উপায়কে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অন্যান্য অপরাধ দমনেও কার্যকর আইন প্রনয়ণ করেছে।’
ভারত মহাসাগরীয় জোট আইওআরএ’র তৃতীয় এ সম্মেলনে অংশ নিতে বিশ্বের ৩০টির বেশি দেশের মন্ত্রী-উপমন্ত্রী সচিবসহ উচ্চ পর্যায়ের শতাধিক প্রতিনিধি যোগ দেন।