বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ১২ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ১৪ অক্টোবর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ১২ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ১৪ অক্টোবর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বরভোট গ্রহণ ১৪ অক্টোবর।
মঙ্গলবার(৩সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী লালমোহন পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ভোট গ্রহন ১৪ অক্টোবর সোমবার।
লালমোহন পৌরসভার পূর্বে ৯টি ওয়ার্ড বর্তমানে নতুন ৩টি ওয়ার্ডসহ মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩,৫৫০ জন। পুরুষ ভোটার ৬৯৪৩ ও নারী ভোটার ৬৬০৭ জন।
উল্লেখ্যঃ লালমোহন পৌরসভায় সর্বশেষ ১৩ জানুয়ারী ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর নির্ধারিত মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতায় দীর্ঘদিন মামলা চলমান থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।