সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » কুমিল্লা | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সড়ক দুর্ঘটনা: কুমিল্লায় এএসআইসহ নিহত-৩।। লালমোহন বিডিনিউজ
সড়ক দুর্ঘটনা: কুমিল্লায় এএসআইসহ নিহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আক্তার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন। ভোরে চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে রেকার নিয়ে যান এএসআই আক্তার হোসেনসহ আরো তিনজন। এ সময় পুলিশের পিকআপকে পিছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত অপর দুজন হলেন গাড়ীর হেলপার সুমন ও মোহাম্মদ ফাহাদ। নিহত এএসআই আকতার হোসেন চৌদ্দগ্রাম মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির দায়িত্বে ছিলেন।