বুধবার, ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | জেলার খবর | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মিন্নির জামিন আবেদনের শুনানি শেষ, রায় কাল।। লালমোহন বিডিনিউজ
মিন্নির জামিন আবেদনের শুনানি শেষ, রায় কাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের বিষয়ে শুনানি শেষ হয়েছে। আগামীকাল ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) রায় ঘোষণা করা হবে।
বুধবার (২৮ আগষ্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মিন্নিকে জামিন দেয়ার বিষয়ে রুলের শুনানি শেষ করে এই আদেশ দেন।
একই সঙ্গে, মিন্নির জামিন বিষয়ে দীর্ঘ শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেন, ‘পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আর মামলার নথির তথ্যে মিন্নি দোষ স্বীকার করেছেন বলে প্রমাণ হয় না।’
রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির আজ হাইকোর্টে হাজির হয়ে মামলার তথ্য উপাত্ত দাখিল করেন।
এর আগে, রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার প্রত্যক্ষদর্শী ও প্রধান সাক্ষী তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে, মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এছাড়া, বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়।
গত ৫ই আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্নির পক্ষে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না।
রিফাত হত্যায় জড়িত থাকা সন্দেহে গত ১৬ই জুলাই সকাল পোনে দশটার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে মিন্নিকে বরগুনা পুলিশ লাইনে নিয়ে আসা হয়। ওইদিন রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে বরগুনা কারাগারে পাঠানো হয়। পরের দিন, বিকেল সোয়া তিনটার দিকে কারাগার থেকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নেয়ার ৪৮ ঘন্টা পরেই ১৯শে জুলাই বেলা দুইটার দিকে মিন্নিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। একইদিন রাত সাড়ে ৭টার দিকে মিন্নিকে বরগুনা কারাগারে পাঠানো হয়। সেই থেকে মিন্নি বরগুনা কারাগারে রয়েছেন।