বুধবার, ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » কুড়িগ্রামে মাথায় গুলি চালিয়ে এসআই’র আত্মহত্যা।। লালমোহন বিডিনিউজ
কুড়িগ্রামে মাথায় গুলি চালিয়ে এসআই’র আত্মহত্যা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সেলিম জাহাঙ্গীর। নিজের নামে ইস্যু করা সরকারি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেন তিনি।
বুধবার (২৮ আগষ্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম জাহাঙ্গীরের গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির হাতিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই বাসায় আত্মহত্যা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এসআই সেলিম জাহাঙ্গীর। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।