মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার নির্মাণ হবে মহাসড়কে।।লালমোহন বিডিনিউজ
পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার নির্মাণ হবে মহাসড়কে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার জন্য চারটি জাতীয় মহাসড়কের পাশে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য নির্মাণ হবে পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার। এজন্য, ব্যয় হবে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। ২০২০ সালের ৩০ জুনে প্রকল্প শেষ করার সময় নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে এই প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটির আওতায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে এই বিশ্রামাগার নির্মাণ হবে। প্রকল্পের আওতায় সড়কবাঁধ নির্মাণ, ভূমি অধিগ্রহণ ও সবুজায়নের কাজ করা হবে।
বৈঠকে বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণে একটি প্রকল্প উপস্থাপন করেছে নৌ পরিবহণ মন্ত্রনালয়। এছাড়া, বরতাকিয়া থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক নির্মাণে দ্বিতীয় সংশোধিত প্রকল্প এবং ইসিবি চত্বর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং ফ্লাইওভার নির্মাণে প্রথম সংশোধিত প্রকল্প তোলা হয়। বৈঠকে, নতুন এবং সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।