সোমবার, ২০ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনের আছলামপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত-১৫
ভোলার চরফ্যাশনের আছলামপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত-১৫
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনের আছলামপুর এলাকায় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১৫জন নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা দেড়টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন আছলামপুর এলাকায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও ছাত্রলীগ নেতা সোহেল গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে দু’গ্রুপের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর সোমবার বেলা দেড়টার দিকে ওই ঘটনাটি নিয়ে ছাত্রলীগ নেতা সোহেলের সহযোগি মোস্তফা হাওলাদার গ্রুপের ও সাদ্দাম হোসেনের সহযোগি সিরাজ সরকার গ্রুপের মধ্যে পূণরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’গ্রুপের ১৫জন নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে মোস্তফা হাওলাদার(৫৫), মহসিন(৪৫), মোস্তফার জামাতা হারুন(৪০) ও তার মেয়ে রাজিয়া(৩৫), ছেলে নোয়াব(৩২), ভাই আব্দুল গফুর(৩৩), শাহিন(১৭),সিরাজ সরকারের বোন ফরিদা (৬০), ছেলে মোরশেদ(২৭)ও ফরহাদ(২৫) কে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আর আহত সিরাজ সরকার(৫৫), ছেলে এরশাদ(৩০) ও আমজাদকে(৪০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানায়, এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করতে আসেনি।