বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মসজিদের ইমামকে গলাকেটে হত্যা।। লালমোহন বিডিনিউজ
মসজিদের ইমামকে গলাকেটে হত্যা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদের ইমাম দিদারুল ইসলামকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলা মল্লিকপাড়া এলাকার ‘নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামের রুমে এঘটনা ঘটে। সে খুলনা রাজাপুর এলাকার আফতাব ফরাজির ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৬ জুলাই থেকে তিনি এ মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান। ভোরে ফজর নামাজ পড়াতে না আসায় মসুল্লিরা সকালে তার রুমে দরজা খুলে মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সকাল স্থানীয়রা মসজিদের ভেতরে গলাকাটা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। তদন্ত চলছে হত্যার সাথে জরিতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।