বুধবার, ২১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এএসপি’র হস্তক্ষেপে পাওনা টাকা ফেরত পেলো এতিম তিনবোন।। লালমোহন বিডিনিউজ
এএসপি’র হস্তক্ষেপে পাওনা টাকা ফেরত পেলো এতিম তিনবোন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ইউসুফ আহমেদ : ভোলার লালমোহনের অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান’র হস্তক্ষেপে চাচাদের কাছ থেকে পাওনা টাকা ফেরত পেলো এতিম তিন বোন।
লালমোহন উপজেলার সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এলাকার মৃত আ: হাকিমের কন্যা মিতু বেগম তার চাচা মো. ছালাউদ্দিন, মো. হাবিবউল্যাহ ও মো. খোরশেদ আলমের কাছ থেকে পাওনা টাকা কে কেন্দ্র করে মারপিটের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) এর নিকট অভিযোগ দায়ের করেন।
তাদের অভিযোগের আলোকে বিষয়টি মিমাংসা করে এএসপি রাসেলুর রহমান এতিম তিন বোনের পাওনা টাকা আদায়পূর্বক দুই লক্ষ টাকা তাদের হাতে তুলে দেন।
এ বিষয়ে এএসপি রাসেলুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ চাচাদের কাছে পাওনা টাকা দাবি করলেও তারা কোন কর্নপাত করেনি। এলাকার বিভিন্ন মহলে বিচার দাবি করেও বিচার না পেয়ে অবশেষে আমার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের আলোকে উভয় পক্ষকে হাজির পূর্বক বিষয়টি মিমাংসা করে বিবাদী পক্ষের কাছ থেকে পাওনা দুই লক্ষ টাকা আদায় করে এতিম তিন বোনের হাতে তুলে দেয়া হয়েছে বলেও জানান পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে ন্যায় বিচার ও পাওনা পেয়ে খুঁশি এতিম তিন বোন।