বুধবার, ২১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ছাদ থেকে লাফিয়ে পড়ে হাবিলদারের স্ত্রীর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
ছাদ থেকে লাফিয়ে পড়ে হাবিলদারের স্ত্রীর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : গাজীপুরে ছাদ থেকে লাফিয়ে পড়ে ফাতেমা বেগম নামে এক কারা হাবিলদারের স্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) সকালে, কাশিমপুর কেন্দ্রিয় কারাগারের ষ্টাফ কোয়ার্টারের ছাদ থেকে তিনি লাফ দেন। পুলিশ ধারণা করছে, আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি ছাদ থেকে লাফ দেন।
কারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে ফাতেমা বেগম ৫তলা বিশিষ্ট ষ্টাফ কোয়ার্টারের ছাদ থেকে লাফিয়ে পড়েন। নিহত ফাতেমা হাইসিকিউরিটি কারাগারের কারারক্ষী হাবিলদার মিজানুর রহমানের স্ত্রী। তারা ওই কোয়ার্টারেই বসবাস করেন।
কোণাবাড়ি থানার ওসি এমদাদুল হক কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, ‘ফাতেমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই ধারণা করা হচ্ছে তিনি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে আত্নহত্যা করেছেন। লাশের ময়না তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তবে, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলারসহ কোন কর্মকর্তা এ ঘটনার পরে ফোন রিসিভ করেননি।