সোমবার, ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫।। লালমোহন বিডিনিউজ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এরমধ্যে ঢাকায় ৭৫৭ ও বাইরে ৮৫৮ জন। এছাড়া পাঁচ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা জানান, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন।
তথ্য মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মিজানুর রহমান (৪০) নামের একজন মারা যান, বরিশাল মেডিকেলে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪৬), সেলিম (৩০) নামের ২ জনের মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেলে দেলোয়ার হোসেন (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালন বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়।