সোমবার, ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ‘স্বপ্ন পানসি’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
‘স্বপ্ন পানসি’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রচিত এবং প্রধানমন্ত্রীকে উৎসর্গকৃত ‘স্বপ্ন পানসি’ নামক একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৯ আগষ্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু আগে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সভার শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রচিত এবং প্রধানমন্ত্রীকে উৎসর্গকৃত ‘স্বপ্ন পানসি’ নামক একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপর বৈঠকের নিয়মিত কার্যক্রম শুরু হয়।