
রবিবার, ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » হ্যাকারদের কবলে লালমোহন পৌর কাউন্সিলর রঞ্জয়ের ফেসবুক আইডি।। লালমোহন বিডিনিউজ
হ্যাকারদের কবলে লালমোহন পৌর কাউন্সিলর রঞ্জয়ের ফেসবুক আইডি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জয় কুমার দাসের “Ronjoy Das” নামের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে।
গতকাল শনিবার (১৭ আগষ্ট) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাঁর এ আইডি হ্যাক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক হ্যাকের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্লাকমেইল এর আশংকায় রবিবার (১৮ আগষ্ট) লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেন কাউন্সিলর রঞ্জয় কুমার দাস। সাধারণ ডায়েরী নং-৮৪০।
রঞ্জয় কুমার দাস বলেন, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আমার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়ে। আমার আইডি ব্যবহার করে কুরুচিপূর্ণ বা আজেবাজে কিংবা কারো বিরুদ্ধে বিরুপ মন্তব্য করে পোষ্ট করতে পারে তারা। যা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারে। এজন্য আমি লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছি।
আইডি ব্যবহার করে কারো কাছে টাকা ধার বা অন্য কোন অসুদোপায় অবলম্বন করা চেষ্টা করা হতে পারে। তাই নিজের হ্যাক হওয়া ফেসবুকের সাথে যুক্ত সকল বন্ধুদের কে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রঞ্জয় কুমার দাস।