মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » পাকিস্তানিরা কবর খুঁড়ে ও বঙ্গবন্ধু কে হত্যার সাহস পায়নি-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
পাকিস্তানিরা কবর খুঁড়ে ও বঙ্গবন্ধু কে হত্যার সাহস পায়নি-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, শাহিন কুতুব : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কবর খুঁড়েও বঙ্গবন্ধুকে হত্যার সাহস পায়নি পাকিস্তানীরা। অথচ দেশের কিছু সংখ্যক নরপিশাচ খুনচক্র তাঁকে স্ব-পরিবারে হত্যা করেছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় লালমোহন উপজেলার সদর ইউনিয়ন ফুলবাগিচা বাজারে তরী ফাউন্ডেশনের উদ্যোগে ও আলোর দিশারী সংস্থা (এডিএস)’র বাস্তবায়নে আয়োজিত সাংসদ শাওনের পিতা মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং তরী ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ওই রাতে বঙ্গবন্ধুর রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িতে দুই বছরের শিশু থেকে শুরু করে যুবক যুবতীসহ তাঁর পরিবারের সকলকে নির্মম ভাবে হত্যা করেছে ঘাতকরা। তাঁকে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে কলঙ্কিত করা হয়েছে।
পরে বঙ্গবঙ্গু ও সাংসদ শাওনের বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, সহ-সভাপতি আ. মালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যলীগ সভাপতি ইউনুছ মিয়া, ঢাকা সূত্রাপুর থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান সোহেল, লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. হানিফ মাষ্টার, তরী ফাউন্ডেশনের উপদেষ্টা হানিফ মাষ্টার, তরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন প্রমুখ।