
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সড়ক দূর্ঘটনায় তজুমদ্দিন থানার এসআই আহত।। লালমোহন বিডিনিউজ
সড়ক দূর্ঘটনায় তজুমদ্দিন থানার এসআই আহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : সড়ক দূর্ঘটনায় ভোলার তজুমদ্দিন থানার এস আই আব্দুল্লাহ আল আজাদ গুরুত্ব আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় ভোলা বাংলাবাজার যুব উন্নয়ন অফিস সংলগ্ন প্রধান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. ফারুক আহম্মদ বলেন, দায়িত্বরত অবস্থায় তজুমুদ্দিন থেকে মোটরসাইকেলযোগে ভোলা কোর্টে হাজিরা দিতে গেলে বাংলাবাজার এলাকায় একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ডান পায়ের তিনটি জায়গায় ভেঙ্গে যায়।পরে গুরুত্বর আহত এস আই আব্দুল্লাহ আল আজাদ কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।খবর শুনে সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা, মীর শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাকে দেখতে যান।ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আহত আজাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টায় র্যাবের হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে।