বুধবার, ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ধর্মভীরু বাবার কাছে ধর্মীয় কার্যক্রম শিখেছি, জননেত্রীর কাছে রাজনীতি শিখেছি-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
ধর্মভীরু বাবার কাছে ধর্মীয় কার্যক্রম শিখেছি, জননেত্রীর কাছে রাজনীতি শিখেছি-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, শাহিন কুতুব : ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমার ধর্মভীরু বাবার কাছ থেকে ধর্মীয় কার্যক্রম শিখেছি, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি শিখেছি।
বুধবার (৭ আগষ্ট) সকাল ৯টায় লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।
দোয়া মাহফিলে অংশগ্রহণপূর্বক মরহুম পিতার স্মৃতিচারণ করে সাংসদ শাওন আরো বলেন, আমি গর্বিত একজন আদর্শবান, সৎ ও ধর্মভীরু মানুষের ছেলে হয়ে। বাবা ঢাকায় গিয়ে মসজিদ মাদ্রাসা গঠনে যে ভূমিকা পালন করেছেন, বাবার কাছ থেকেই আমি ধর্মীয় কার্যক্রম শিখেছি। আর রাজনীতি শিখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।
শাওন বলেন, শোকের মাস আগস্ট। এ মাসে আমরা হারিয়েছি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা শেখ মজিবুর রহমান কে। যিনি দেশের তরে যৌবনের শেষ সময়টুকুও কাটিয়েছেন পাকিস্তানি কারাগারে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।
উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাও. মোঃ নুরুল্লাহ
এর পরিচালনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুল মাদ্রাসার শিক্ষকগণ।