
মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতামূলক র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান।। লালমোহন বিডিনিউজ
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতামূলক র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে জন সচেতনতামূলক র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)র উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ ও পাশ^বর্তী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশের এলাকার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র সকলের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র র্যালীর মধ্যেই যাতে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ না থাকে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন প্রমুখ।