সোমবার, ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মশক নিধনে তজুমদ্দিনে পুলিশের অভিযান॥লালমোহন বিডিনিউজ
মশক নিধনে তজুমদ্দিনে পুলিশের অভিযান॥লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় মশক নিধনে নেমেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
মশক নিধন উপলক্ষে ভোলার তজুমদ্দিন থানা পুলিশের উদ্যোগে সোমবার (৫ আগষ্ট) দুপুর ১২ টায় থানা এলাকায় ফগার মেশিনে মশক নিধন ঔষধ ছিটানো হয়েছে। তজুমদ্দিন থানা কমপ্লেক্স, থানা জামে মসজিদসহ আশপাশের এলাকায় ঔষধ ছিটানো হয়।
মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক আরিফ হোসেন, রুবেল চক্রবর্তীসহ থানার কর্মকর্তাবৃন্দ। এর আগে সকাল থেকে থানার ষ্টার্ফরা থানা কমপ্লেক্সের মধ্যে নিচু জায়গাতে স্বেচ্ছাশ্রমে বালি ফেলে ভরাট করেন। যাতে করে নিচু জায়গায় জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশ বিস্তার করতে না পারে।