ভোলায় বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ভোলা সংবাদদাতা : ভোলায় রিনা (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে জেলা সদরের বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের একটি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রিনা একই গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, সকালে মুছাকান্দি গ্রামের কামালের বাড়ির পাশের বাগানে রিনার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে মেয়েটির স্বামী পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, তার স্বামীই তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন।