শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » কবি মৃধা আলাউদ্দিনকে নিয়ে ম্যাজিক লণ্ঠন: কবিতার আড্ডা ৭০৫ অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
কবি মৃধা আলাউদ্দিনকে নিয়ে ম্যাজিক লণ্ঠন: কবিতার আড্ডা ৭০৫ অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রিপন শান : কবিরা সমাজদেহের চক্ষু, বাগানের মুক্তপাখি, সত্যের দর্পণ- এই সত্যকে সামনে রেখে, সমকালীন বাংলা কবিতার সাংগঠনিক চর্চার অন্যতম পথিকৃৎ সংগঠন ‘ ম্যাজিক লণ্ঠন ‘ আয়োজন করেছে নিয়মিত ধারাবাহিক কবিতার আড্ডা # ৭০৫ ।
২ আগস্ট ২০১৯ শুক্রবার সন্ধ্যায়, কনকর্ড এম্পোরিয়াম বেইজমেন্ট কাঁটাবন ঢাকায় কবি রুকসানা রহমানের সভাপতিত্বে ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা # ৭০৫ এ আড্ডার মধ্যমণি ছিলেন কবি মৃধা আলাউদ্দিন । আড্ডাটি সঞ্চালনা করেন- ম্যাজিক লণ্ঠনের প্রধান সম্পাদক কবি রত্ন মাহমুদ ও সম্পাদক কবি কুমার বিপ্লব ।
কবিও কবিতার ওপরে মূল্যবান আলোচনায় অংশ নেন, কবি কাজী রোজী, শেখ বাতেন, রেজাউদ্দিন স্টালিন, ফরিদুজ্জামান, বকুল আশরাফ প্রমুখ l
বাঙলা কবিতার বিশুদ্ধ আলোয় উদ্ভাসিত ম্যাজিক আড্ডায় উপস্থিত থেকে কবিতা পাঠে অংশগ্রহণ করেন, কবি আলমগীর রেজা চৌধুরী, বিলু কবির, আবু সাঈদ জুবেরী, ফেরদৌস হোসেন, শেখ বাতেন, শফিক ইমতিয়াজ, কামরুজ্জামান ভূঁইয়া, জামসেদ ওয়াজেদ, ফরিদ ভুঁইয়া, রুকসানা রহমান, ইউসুফ রেজা, মেরিনা সউদ, সঞ্চয় কবির, তাসলিমা রুবি, নূর মোহাম্মদ, মিয়া বাবরুল পথকবিসহ প্রায় পঞ্চাশ জন কবি।