শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ আগষ্ট) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুঁড়িরদোন এলাকার মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুঁড়িরদোন এলাকার মেঘনা নদীর পাড়ে সাদা কাফনের কাপড়ে জড়ানো অজ্ঞাত এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটি নদী ভাঙনের ফলে কোন কবরস্থান থেকে ভেসে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উদ্ধার হওয়া মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।