বুধবার, ৩১ জুলাই ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনে মশক নিধন ও পরিছন্ন সপ্তাহ-১৯ পালিত।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে মশক নিধন ও পরিছন্ন সপ্তাহ-১৯ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিছন্ন সপ্তাহ-১৯ পালিত হয়েছে।
নিজ আঙ্গিনা পরিস্কার করি, সবাই মিলে সুস্থ থাকি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বাজার উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসন স্কয়ার হয়ে পরিষদ চত্বরে মিলিত হয় ।
এই সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন, শিক্ষা অফিসার জিয়া উল হক মিলন, শিক্ষা প্রকৌশলী সৌরভ আলী, জাহানপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম নসু মিয়া প্রমুখ র্যালীতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করেন। ওই সময় বক্তারা বলেন, আমরা ডেঙ্গু মুক্ত থাকতে চাইলে বাড়ীর আঙ্গিনাসহ সকল স্থান পরিস্কার পরিছন্ন রাখতে হবে। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়। দলমত নির্বিশেষে সকলেরই এই গুরু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব গুলো সভাই পালন করার আহবান করেন।