বুধবার, ৩১ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে দুদকের গণশুনানিতে আসছেন মহাপরিচালক॥ লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে দুদকের গণশুনানিতে আসছেন মহাপরিচালক॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে আগামী ৪ আগস্ট গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করবেন দুর্নীতি দমন কমিশন (তদন্ত-১) মহাপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সমম্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক দেবব্রত মন্ডল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অবঃ মোঃ ইউসুফ জানান, আগামী ৪ আগস্ট রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়ামে দুদক গণশুনানির আয়োজন করেছে। সরকারি অফিস গুলোতে সেবা গ্রহণকালে হয়রানি, দুর্নীতি বা কোন ধরনের ভোগান্তির শিকার হলে গণশুনানিতে অভিযোগ তুলে ধরতে হবে।
এ উপলক্ষে পোস্টার, লিপলেট ও মাইকিং করে প্রচারণা চলছে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জানান, দুদকের গণশুনানি সফল করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক মহোদয় গণশুনানিতে উপস্থিত থাকবেন বলেও জানান নির্বাহী কর্মকর্তা।