শনিবার, ১৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন
ভোলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন
নুরে আলম ভোলা :ভোলায় অসহায়, দুস্থ, ছিণœমূল শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার দুপুরে পৌরসভা কার্যালয়ে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে ও পৌর মেয়রের সহযোগীতায় এ বস্ত্র বিতরন করা হয়।
ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সদরের ৫০টি শিশুকে ঈদ বস্ত্র তুলে দেন।
এ সময় উপস্তিত ছিলেন, প্যানেল মেয়র মঞ্জুরুল আলম, সাম্ভব্য কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন, ইব্রাহিম খোকন, শওকাত হোসেন, আতিকুর রহমান, মাঈনুল হোসেন শামিম, ওমর ফারুক, এনসিটিএফ সভাপতি জহির রায়হান, যুগ্ন সম্পাদক তুজর্ , জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু, শিশু সাংবাদিক হুমায়ারা হোসেন সারা, সানজিদা এশা, অস্পরা, বর্ষা, আসমা প্রমুখ।
বস্ত্র বিতরনকালে পৌর মেয়র বলেন, অনেকের সাদ আছে কিন্তু সাধ্য নেই। অন্যদের মত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও যেন ঈদ আনন্দ ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে সবারই এগিয়ে আসা উচিত।
আয়োজকরা জানিয়েছে, ঈদে সবাই নতুন জামা কাপড় কিনতে পারলেও ছিন্নমূল ও অসহায় দুস্থদের ভাগ্যে নতুন জামা-কাপড় জুটে না। তাই তাদের মাঝে নতুন কাপড় তুলে দিতে এনসিটিএফ এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় ‘একটি জামা একটি হাসি’ শীর্ষক স্লোগান নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করে।
এদিকে, ঈদের নতুন জামা পেয়ে খুশি আর আনন্দে মেতে উঠে শিশুরা।