বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকা ডেমরা এলাকা থেকে ফেসবুকে প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে ৬ জন আটক
ঢাকা ডেমরা এলাকা থেকে ফেসবুকে প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে ৬ জন আটক
লালমোহন বিডিনিউজ,সোহেলঢাকা : ঢাকার ডেমরা এলাকা থেকে বুধবার গভীর রাতে এই ৬জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গত কয়েক বছর ধরে ফেসবুকে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে, উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফাঁস করা প্রশ্ন সরবরাহের কথা বলে বেশ বড় অংকের টাকা নিচ্ছিল।
ডিএমপির একজন মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেন, আটকদের মধ্যে একজন এই চক্রের নেতৃত্ব দিচ্ছিল এবং স্থানীয় একটি কলেজের কয়েকজন কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সহায়তায় সে কাজটি চালাচ্ছিল।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে।
চলতি বছরও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।