রবিবার, ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিবিধ » মানুষের ভোটে নির্বাচিত হয়ে যারা মানুষের খোঁজ রাখেনা, আমি তাদের ধিক্কার জানাই-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
মানুষের ভোটে নির্বাচিত হয়ে যারা মানুষের খোঁজ রাখেনা, আমি তাদের ধিক্কার জানাই-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : যারা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে নিজেকে জনপ্রিয় জনপ্রতিনিধি মনে করেন অথচ তাদের বিপদাপদে কোন খোঁজ খবর রাখেন না, আমি এসব মানুষরুপী পশুদের ধীক্কার জানাই বলে মন্তব্য করেছেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন ও তজুমদ্দিনের সাধারণ মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তাদের কাছ থেকে পাওয়া ভালবাসা প্রকাশ করতে গিয়ে রবিবার (২৮ জুলাই) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একথা লিখেন সাংসদ শাওন।
তাঁর লেখাটি হুবহু তুলে ধরা হলো: “গ্রামের এ মানুষগুলো অত্যন্ত সহজ সরল। এদের আহামরি কোন চাহিদা নেই। একটু কাছে এসে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই তারা বিশাল কিছু মনে করে। এটুকু করতেই আমাদের কার্পণ্য! গরীব এ সকল মানুষগুলোর কাছে আসতেই যেন আমরা লজ্জাবোধ করি। আমি ধীক্কার জানাই এসব মানুষরুপী পশুদের যারা সাধারণ মানুষের ভোটে এমপি নির্বাচিত হয়ে নিজেকে জনপ্রিয় জনপ্রতিনিধি মনে করেন অথচ তাদের বিপদে-আপদে কোন খোঁজখবর রাখেন না।
বিগত দিনের কোন এমপি/মন্ত্রীকে এরা স্বচক্ষে দেখেননি। আমি এ বৃদ্ধ লোকটির কাছে আসতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। আর বলতে থাকেন মহান আল্লাহ যেন আপনাকে আমাদের মাঝে অনেকদিন বাচিঁয়ে রাখেন”।
উল্লেখ্য, ২০১০ সালের একটি উপনির্বাচনের মাধ্যমে লালমোহন ও তজুমদ্দিনের সাধারণ মানুষের জনপ্রতিনিধি নির্বাচিত হন সাংসদ শাওন। এরপর ২০১৪ ও ২০১৯ সালেও বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।