শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ঝড়ের কবলে সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি ২০ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ১৬ জেলের।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ঝড়ের কবলে সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি ২০ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ১৬ জেলের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ২টি জেলে ট্রলার ডুবির ঘটনার ’২০’ দিনও খোঁজ মেলেনি নিখোঁজ ১৬ জেলের।
শুক্রবার (২৬ জুলাই) বিকাল পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত সন্ধানের জন্য প্রশাসনের সহযোগিতার দাবি জানানো হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বিকাল ৫ টার সময় দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ভাড়ানী বাজার থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়, শনিবার ৬ জুলাই বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৪ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। সে সময় থেকে ট্রলারসহ ১৪ জন জেলের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ,আহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোঃ শাহাজাহান মাঝি (৫০), মোঃ জামাল মেস্তরী (৩৫), মোঃ রুবেল (২২), আঃ হাই (২৫), মোঃ আফসার জমাদার (৫০), মোঃ শাহাজাহান (৪৫), মোঃ জসিম (২০), মোঃ হোসেন (৪০), মোঃ রবিউল (১৮), মোঃ নাসির (৪৫), মোঃ সুলতান মাঝি (৫০), মোঃ রফিজল (৪৫), মোঃ জলিল (৩৫), নিখোঁজ জেলে শাহাজাহান মাঝি’র পরিবারের সাথে সহ একাধিক নিখোঁজদের সন্ধানে পরিবারের সাথে আলাপ কালে ২০ দিনেও তাদের খোঁজ না মিলায় স্ত্রী, সন্তান, বাবা, মা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। একই অবস্থা ১৪ জেলে প্রতিটি পরিবারের।
অন্যদিকে ৫জুলাই ভোর ৬টায় চরমাদ্রাজের সামরাজ মৎস্য ঘাটের মনির মাঝির ট্রলারটি মেঘনায় গ্যাস ফিল্ড চ্যানেল থেকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারের ১৫জন জেলের মধ্যে ১৩জন উদ্ধার হয়েছে এবং ২জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে চরমাদ্রাজের মনির মাঝি ট্রলার এই পর্যন্ত কক্সবাজার এলাকা থেকে জীবিত ২জন ও মৃত ১১জনের লাশ পাওয়া গেছে। নিহত পরিবারের স্বজনদের মাঝে ত্রাণ তববিল থেকে ২৫হাজার টাকা প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।
এছাড়াও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের স্বজনদেরকে ত্রাণ দেয়া হয়েছে বলে রসুলপুর ইউপির চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিত ও চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল জমাদার জানিয়েছেন।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সাগরে জেলে ট্রলার ডুবির ঘটনায় নিহত ১১ জেলের পরিবারকে সরকারী ত্রান তহবিল থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।