বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ছেলেধরা সন্দেহে লালমোহনে বাক প্রতিবন্ধি যুবক আটক।। লালমোহন বিডিনিউজ
ছেলেধরা সন্দেহে লালমোহনে বাক প্রতিবন্ধি যুবক আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ছেলেধরা সন্দেহে এক বাক প্রতিবন্ধি যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জের মাদরাসা বাজার থেকে ওই যুবককে আটক করা হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ওই যুবক রাস্তায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহ আটক ও মারধর করে পুলিশে খবর দেয়।
আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি বাকপ্রতিবন্ধী। নিজের নাম-পরিচয় বলতে পারেন না। আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি।
এছাড়া ওই ব্যক্তির নাম ও ঠিকানা কারো জানা থাকলে ০১৭১৩৩৭৪৩০৪ নম্বরে কল দিয়ে তাকে পরিবারের কাছে ফেরত পাঠাতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি মীর খায়রুল কবির।