বুধবার, ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দূর্নীতি, বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার ও যৌতুকের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) দুপুরে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক বলেন, আপনারা নিয়মিত স্কুলে আসবেন, আপনাদেরকে কোন বখাটে যদি ইভটিজিং করে তাহলে আপনাদের বাবা, মা, স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশকে জানাবেন। প্রয়োজনে পুলিশি সেবা পেতে ৯৯৯ এ ফোন করবেন। তাহলে আমরা বখাটেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব।
তিনি আরো বলেন, অন্যায়ের সাথে কোন আপোষ নয়, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি।
পদ্মা সেতুতে মাথা লাগবে গুজব রটায় একটি কুচক্রী মহল, তাই আপনারা ছেলেধরা গুজবের বিরুদ্ধে সজাগ থাকবেন বলেও সভায় জানান ম. এনামুল হক। সভায় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, রাজিব চন্দ্র, শারমিন আক্তারসহ স্কুলের ছাএ-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।