মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় “৩৩৩” কল সেন্টারের সেবা পেয়েছে ৩০০ জন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় “৩৩৩” কল সেন্টারের সেবা পেয়েছে ৩০০ জন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : জনগণের দ্বোরগোড়ায় সেবা প্রদাণ নিশ্চিতকরণে তথ্য ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষে ভোলায় কল সেন্টার হেল্পলাইন ৩৩৩ এর তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণার জন্য প্রেস কনফারেন্স করেছেন ভোলা জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে অফিসার্স ক্লাব মিলনায়তনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোন প্রান্ত থেকে নাগরিকরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সকল বিষয়ে জানতে পারেন। গত সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে আজ পর্যন্ত ভোলার বিভিন্ন উপজেলা থেকে ৩৩৩ কল সেন্টারে সেবা পেতে কল দিয়েছে সাধারিণ মানুষ । এর মধ্যে বাল্যবিয়ে, যৌতুক বন্ধ ও সামাজিক সমস্যাসহ প্রায় ৩০০ জনকে সেবা প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আতাহার মিয়া, জেলা তথ্য অফিসার আহসান কবির, শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অমিতাভ রায়সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।