মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা ক্ষমতায় আসলেই শিক্ষকগণ সম্মানিত হয় -সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা ক্ষমতায় আসলেই শিক্ষকগণ সম্মানিত হয় -সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু: ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসেন তখনই শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়। তাদেরকে সম্মানিত করা হয়। ক্বওমী শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে দায়রা কে মাষ্টার্সের স্বীকৃতি দিয়ে তিনি তাদেরকে সম্মানিত করেছেন শেখ হাসিনা। আগে তারা বিদেশে পড়াশুনা করতে পারতেন না, তাদের সনদের কোন মূল্য ছিলনা।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্তরে ৩৩টি প্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে বিনামূল্যে টিন ও খাদ্যশস্য বিতরণকালে একথা বলেন শাওন।
শাওন বলেন, একসময় বাংলাদেশকে আঙ্গূল দিয়ে দেখানো হতো অতি দরিদ্রের মডেল হিসেবে, এখন উন্নয়নের রোল মডেল উদাহরণ দিলে বিদেশীরা বলে, বাংলাদেশ কে অনুসরণ করো, শেখ হাসিনাকে অনুসরণ করো।
সাংসদ শাওন আরো বলেন, বিদেশী সাহায্য ছাড়া পদ্মা সেতু কল্পনা করতে পারিনি। যাঁর বদৌলতে কোন বিদেশী ঋণ ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মার কাজ এগিয়ে চলছে, সেই সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি পদ্মা সেতুর প্রায় আশিভাগ কাজ শেষ হয়েছে।
এসময় তিনি তাঁর সদ্য প্রয়াত বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
ত্রাণের ঢেউটিন ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুমা বেগম, উপজেলা প্রকল্প অফিসার অপূর্ব দাস, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা